॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের সেনা ক্যাম্পের সামনে আজ শুক্রবার দুপুরে আলফাডাঙ্গাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে ঢাকার গ্রামীন জুয়েলার্সের মালিকসহ নিহত হয়েছে ৩জন।
এ ঘটনায় আরো ৫জন মাইক্রোবাস যাত্রী আহত হয়েছে। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের সদস্য। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো ঃ গ্রামীন জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা(৫৫), তার মা মেহেরুন বেগম(৭০), তার বোন আসিয়া বেগম(৪৫)। আজ ২১শে জুন দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিবারের সদস্য ও ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, আজ শুক্রবার সকালে তারা ঢাকা থেকে রওনা হয়ে তাদের নিজ বাড়ি জেলার আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামে যাচ্ছিল। ঘটনাস্থলে এসে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসলাম মোল্লা(৫৫) তার মা মেহেরুন বেগম(৭০) মারা যায়। হাসপাতালে নেবার পথে তার বোন আসিয়া বেগম(৪৫) মারা য়ায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহত ৫জনকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর ট্রমা সেন্টারে নেয়া হয়। পরে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।