গতকাল ১৭ই জুন দৈনিক প্রথম আলোর ৬ষ্ঠ পাতায় ‘সাংসদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
গতকাল সোমবার এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত সংবাদে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আমি কখনোই দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেইনি। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই আমি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে গত ২৬শে মে বিকালে কালুখালী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করে দলীয় প্রার্থী কাজী সাইফুল ইসলামের নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেই এবং দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলামকে নেতাকর্মীদের সাথে ভেদাভেদ ভুলে দলের স্বার্থে তাদের সাথে নিয়ে সমন্বয় করে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করি। সংসদ সদস্য হিসেবে সরাসরি দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে বিধায় বর্ধিত সভায় নৌকা প্রতীকের প্রার্থী এবং নেতাকর্মীদের নির্দেশ দিয়ে ঢাকায় অবস্থান করছি। আমি আন্তরিকভাবে চাই কালুখালী উপজেলাতে আমাদের দলীয় প্রার্থী বিজয়ী হোক, নৌকা জয়যুক্ত হোক। অথচ পত্রিকার সংবাদে আমাকে ও আমার পুত্র আশিক মাহমুদ মিতুলকে জড়িয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ হওয়ায় তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।