॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল ১৬ই জুন বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, এনডিসি মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান, কর্মচারী জীবন কুমার প্রামানিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল ও মোঃ রফিকুল ইসলাম চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীর।
সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ায় ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জেলা প্রশাসক ক্লাবে প্রতি বছর ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন এবং পরবর্তী জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে অনুরোধ জানান। এছাড়াও সভা শেষে ক্লাব সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২জন ও পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্লাবে ব্যবহারের জন্য টেলিভিশন ও আসবাবপত্র প্রদান করা হয়।