॥হেলাল মাহমুদ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সদস্য-সচিব আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টনের পিতা হাজী মোতাহার হোসেন মোল্লার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের পরিবারের আয়োজনে গতকাল ১৪ই জুন বাদ জুম্মা রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চৌবাড়ীয়া জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের পুত্র জাতীয় পার্টির নেতা আলহাজ্ব শাহাদত হোসেন মিল্টন, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব শাফায়েত হোসেন, অস্ট্রিয়া প্রবাসী আকাশ পারভেজ, শাহরিয়ার রুমি ও শওকত পারভেজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও মুসল্লীগণ মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন চৌবাড়ীয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী মোল্লা।
উল্লেখ্য, মরহুম হাজী মোতাহার হোসেন মোল্লা রাজবাড়ী জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। একজন ভালো মানুষ হিসেবে তার সুখ্যাতি ছিল।