সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দে বড় ছেলের মারপিটে পিতা ও ছোট ভাই আহত॥থানায় অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে ঝগড়ার এক পর্যায়ে পিতা ওসমান শেখ(৬০) ও ছোট ভাই আরমান শেখকে(৩০) পিটিয়ে জখম করেছে বলে বড় ছেলে কুরবান শেখ (৩৫)সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ই জুন উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর চর ফকিরাবাদ গ্রামে।
গতকাল শুক্রবার বাবা ওসমান শেখ ছেলে কুরবান শেখ (৩৫)সহ অন্যদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত অভিযোগে ওসমান শেখ জানায়, ঈদের পরদিন বড় ছেলে কুরবান তার স্ত্রীকে নিয়ে শ^শুর বাড়ি বেড়াতে যায়। মাঠের সকল ধান পেকে পাওয়ায় ছোট ছেলে আরমানকে নিয়ে ধানের বতর নিয়ে হিমশিম খাচ্ছি। দুইদিন আগে কুরবান একা বাড়ি ফিরে আসলে ১৩ই জুন সকাল নয়টার দিকে মাঠে যেতে বললে সে পারবেনা বলে জানিয়ে দেয়। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আমার শ্যালক মান্নান মোল্লা(৫০) তার দুই ছেলে বিল্লাল মোল্লা(২৫), মিলন মোল্লা(২২) ও ভাতিজা এরশাদ মোল্লা(২৫) বাড়িতে প্রবেশ করে। বিল্লাল মোল্লা কুরবানসহ তাদের ছেলেদের আমারে মেরে ফেলার হুকুম দেয়। এ সময় কুরবান ও বিল্লালের ছেলেরা অতর্কিতভাবে লোহার রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে। আমাকে মারতে দেখে আরমান শেখ ও তার স্ত্রী মাহফুজা খাতুন এগিয়ে আসলে তাদেরও মারপিট করে। ছেলে বৌ মাহফুজার শাড়ি টেনে হিঁচরে শ্লীলতাহানি করে। আমাকে আহত করে ঘরের সাব-বাক্সের আংটা ভেঙ্গে জমি কেনার জন্য রাখা নগদ প্রায় দেড় লাখ টাকা কুরবান নিয়ে যায়। এছাড়া আরমানের ঘরে প্রবেশ করে অন্যরা শোকেচের ড্রয়ার ভেঙ্গে ৫০হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সবাই দৌড়ে বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাদেরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
অভিযুক্ত মান্নান মোল্লাকে না পেয়ে ছেলে বিল্লাল হোসেন মোল্লার কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমরা জড়িত নই। এটা তাদের বাপ-বেটার বিষয়। তার ছেলে কুরবান শেখ বাবা ও ছোট ভাইকে পিটিয়ে জখম করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, ওসমান শেখ এর অভিযোগ পাওয়ার আগেই ঘটনার দিন রাতে তার শ্যালক মান্নান মোল্লার ছেলে বিল্লার মোল্লা অভিযোগ দিয়ে গেছে। উভয় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!