॥কাজী তানভীর মাহমুদ॥ আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহড়া দিয়েছে পুলিশ।
গতকাল ১৩ই জুন দুপুরে কালুখালী থানা থেকে থানা ও ডিবি পুলিশের সদস্যদের এই মহড়া বের হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম।
কালুখালী থানা সুত্রে জানা যায়, নির্বাচনে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে পুলিশ। কোথায় কোন আইন-শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিমের নেতৃত্বে পুলিশের এই মহড়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ৫ম ও শেষ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন।