॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ৪র্থ কাব ক্যাম্পুরী-২০১৯ এর উদ্ধোধন অনুষ্ঠান গতকাল ১৩ই জুন বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সহ-সভাপতি হোসনে ইয়াসমিন করিমী, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মাহবুবা আক্তার, সাবেক জেলা শিক্ষা অফিসার ও জেলা স্কাউটসের সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসরিন নাহার পপি, শাহিন শেখ, সদর উপজেলা ইউআরসি’র ইন্সট্রাক্টর রকিবুল ইসলাম, স্কাউটসের ডেপুটি প্রোগ্রাম চীফ হরষিৎ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটসের ইউনিট লিডার মুহাম্মদ শহিদুজ্জামান ও ডেপুটি প্রোগ্রাম চীফ নাসরিন আক্তার ইতি।
সভাপতির বক্তব্যে জেলা স্কাউটসের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আদর্শ মানুষ হও। শুধু জিপিএ-৫ পেলেই আদর্শ মানুষ হওয়া যায় না। আদর্শ মানুষের দ্বারা কেউ ক্ষতির শিকার হয় না। তাদের দ্বারা সবসময় মানুষ উপকৃত হয়। যদি কারো মধ্যে আদর্শ মানুষ হওয়ার স্বপ্ন না থাকে তাহলে তার পক্ষে কখনো আদর্শ মানুষ হওয়া সম্ভব হয় না। মোবাইলের কারণে ছাত্র-ছাত্রীদের অনেক ক্ষতি হচ্ছে, আবার কিছু ভালোও হচ্ছে। আদর্শ মানুষ হওয়ার জন্য শিক্ষকদের কথা, অভিভাবকদের কথা শুনতে হবে।