বুধবার, ২১ মে ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে বোয়ালিয়ায় প্রেস ব্রিফিং

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ উন্নত রাষ্ট্র ও জাতিগঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১২ই জুন সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে প্রেস ব্রিফিং, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং-এ জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা, উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশন-২০২১ ও ২০৪১ এর অর্জনসমূহ সম্পর্কে অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রেস ব্রিফিংয়ের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা।
বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারী শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্য, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
এ সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!