Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মন্ত্রী পরিষদ সচিবের সাথে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম গতকাল ১০ই জুন বিকাল সাড়ে ৩টায় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হন।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে মন্ত্রী পরিষদ সচিব এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, পরিবহন সেক্টর, ভূমি অধিগ্রহণ, সার্কিট হাউজ ব্যবস্থাপনা, সমন্বিত সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচী, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জেলখানা পরিদর্শন, জঙ্গী ও মাদক বিরোধী তৎপরতা, দুর্নীতি প্রতিরোধ, ইনোভেশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর দিক-নির্দেশনা প্রদান করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলা প্রশাসকগণ তাদের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন।