॥স্টাফ রিপোর্টার॥ মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম গতকাল ১০ই জুন বিকাল সাড়ে ৩টায় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে মিলিত হন।
এ সময় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে মন্ত্রী পরিষদ সচিব এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন, পরিবহন সেক্টর, ভূমি অধিগ্রহণ, সার্কিট হাউজ ব্যবস্থাপনা, সমন্বিত সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচী, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জেলখানা পরিদর্শন, জঙ্গী ও মাদক বিরোধী তৎপরতা, দুর্নীতি প্রতিরোধ, ইনোভেশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর দিক-নির্দেশনা প্রদান করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলা প্রশাসকগণ তাদের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন।