বুধবার, ২১ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়ায় পতিতাপল্লীতে কিশোরীকে বিক্রির চেষ্টাকালে আটক ব্যক্তির জেল

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লীতে কিশোরী (১৪)কে বিক্রির চেষ্টাকালে আটক আজগর আলী (২৬)কে ১বছরের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
উদ্ধার হওয়া কিশোরীকে তার অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আজগর আলী চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার হতুপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। উদ্ধার হওয়া কিশোরী একই জেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
উদ্ধার হওয়া কিশোরী ও অন্যান্য সূত্রে জানা যায়, অভিযুক্ত আজগর ওই কিশোরীকে তার বাড়ী থেকে ঢাকায় বেড়ানোর কথা বলে ফুসলিয়ে নিয়ে আসে। চুয়াডাঙ্গা থেকে বাসে উঠে গত ৯ই জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া ঘাটে নেমে একটি হোটেলে খেতে বসে। এ সময় আজগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদেরকে আটক করে এনজিও মুক্তি মহিলা সমিতির মাধ্যমে পুলিশে খবর পেয়ে। খবর পেয়ে গতকাল ১০ই জুন সকালে গোয়ালন্দ ঘাট থানার এস.আই ফরহাদ সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করে। এ সময় গোয়ালন্দের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ওই কিশোরীর কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে তার পিতাকে খবর দেন। খবর পেয়ে ওই কিশোরীর অভিভাবকরা আসার পর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ড বিধির ৩৫৪ ও ৩৫৭ ধারায় আজগর আলীকে ১বছরের জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন এবং কিশোরীকে তার পিতার হাতে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!