॥স্টাফ রিপোর্টার॥ উন্নত রাষ্ট্র ও জাতিগঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১০ই জুন সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী ও অন্যান্যের মধ্যে মৃন্ময়ী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নাহিদা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ, যৌতুক-নারী নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।