বুধবার, ১৪ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচনে জিততে অনেক প্রার্থী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখছে —এমপি জিল্লুল হাকিম

  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও জেলা জাসদের(ইনু) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমেদ নিজাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, রাজবাড়ী সদরের পাঁচুরিয়ার ঘটনার সাথে নুসরাত হত্যার ঘটনা মিলিয়ে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটি ঘটনাই কিন্তু আলাদা আলাদা। আলোচনা থেকে আমার মনে হয়েছে এটা এক ধরণের ঘটনা না। তাই নুসরাতের ঘটনার সাথে এই ঘটনাকে মিলিয়ে দেখার কোন সুযোগ নাই। এতে আমাদের রাজবাড়ীর সুনাম নষ্ট হচ্ছে। এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে পুলিশ যথাযথ নেবে-এটাই আমার বিশ্বাস। সব আসামী ধরা পড়বে এবং বিচারের সম্মুখীন হবে এটাই আমরা সবাই চাই।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করতে গিয়ে কিছুটা বাড়াবাড়ি করে ফেলছে। কিছুদিন আগে পাংশায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে সেখানকার ফ্যান পর্যন্ত খুলে নিয়ে এসেছে-এটা তারা কিভাবে করে? আবার জব্দকৃত গুড় এতিমখানায় দিয়েছে। যদি সেটা ভেজাল গুড় হয়ে থাকে তাহলে কেন এতিমখানায় দেয়া হলো। এসব করার জন্য সরকার আপনাদেরকে এখানে পাঠায় নাই। যদি সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো তাহলে আপনারা কি করতেন। ক্ষমতার অপব্যবহার করার কোন সুযোগ নাই। আমি আশা করবো আপনারা বাড়াবাড়ি না করে আইন ও ক্ষমতা অনুযায়ী কাজ করবেন।
সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, নোটারী পাবলিকরা ছেলে-মেয়েদের বয়স বাড়িয়ে বিয়ে দেয়, এটা সাংঘাতিকভাবে সমাজ বিরোধী। তারা টাকা পেলেই অপ্রাপ্ত বয়ষ্কদের বিয়ে দেবে-এটা করা যাবে না। যারা করবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা উচিত। আমাদের প্রশাসন কিন্তু এ ব্যাপারে সচেষ্ট রয়েছে, তারা অপ্রাপ্ত বয়ষ্কদের বিয়েগুলো ভেঙ্গে দেয়। এসব ব্যাপারে আমার কাছে অভিভাবকরা আসলে তাদেরকে প্রশ্রয় দেই না। কারণ কম বয়সীদের বিয়ে দিলে নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয়।
তিনি বলেন, কালুখালী উপজেলা নির্বাচনে প্রকাশ্যে রাম দা নিয়ে মিছিল করা হয়েছে- সেটা কারোই কাম্য নয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা চাই সেখানে সুষ্ঠু নির্বাচন হোক। আমার কাছে খবর আছে অনেক প্রার্থী সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রাখছে। কিসের জন্য সন্ত্রাস করে নির্বাচনে জিতবে। যেসব সন্ত্রাসী দেশের আইন-শৃঙ্খলা নষ্ট করে তাদের বেঁচে থাকার কোন অধিকার নাই। আজকে যদি এই অঞ্চলে এনকাউটার-ক্রসফায়ার না দেওয়া হতো তাহলে কিন্তু আমরা বসবাস করতে পারতাম না। কালুখালীতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে হলে প্রার্থীদের সংযত হওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। নইলে সেখানকার আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে।
এমপি বলেন, দৌলতদিয়ার পতিতালয়টি আমাদের জন্য একটা বিষফোঁড়া, আবার কারো কারো জন্য আশীর্বাদ। সেখান থেকে অনেকেই কামাই করে খাচ্ছে। আমাদের নেতাদেরও সেখান থেকে অর্থ সরবরাহ করা হয়। মহিলারা ইজ্জত বিক্রি করে যে টাকা আয় করে তার থেকে যে নেতাই ভাগ বসাক না কেন তাকে ঘৃণা করা উচিত।
তিনি বলেন, মাদক আমাদের যুবসমাজকে নষ্ট করে দিচ্ছে। মেধাবী ছেলে-মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। যে কোন মূল্যে আমাদেরকে অবশ্যই মাদক নিয়ন্ত্রণ করতে হবে। অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ীদের এনকাউন্টার দেয়া হলেও রাজবাড়ীতে একজনকেও দেয়া হয়নি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাবের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। র‌্যাব অনেক ভালো কাজ করেছে। কিন্তু ইদানীং র‌্যাব কেন যেন নির্লিপ্ত হয়ে পড়েছে। আমরা র‌্যাবের নির্লিপ্ততা চাই না। র‌্যাবের ডিজির সাথে একবার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, এখনতো আমাদের ফরিদপুর থেকে গিয়ে কাজ করতে হয়। তাই র‌্যাবের স্ট্যাবলিস্টমেন্টের জন্য রাজবাড়ীতে একটা জায়গার দরকার। আপনারা জায়গার ব্যবস্থা করে দিলে আমরা রাজবাড়ীতে আবার ক্যাম্প করে কার্যক্রম পরিচালনা করতে পারবো। জায়গার ব্যাপারে ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। র‌্যাবের জন্য জায়গার ব্যবস্থা করে তাদেরকে স্ট্যাবিস্টমেন্টের ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, এবারের ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১টি বড় ফেরীসহ মোট ২০টি ফেরী দিয়ে যানবাহন পারাপার করাসহ সুষ্ঠুভাবে ঘাট ব্যবস্থাপনার কারণে ভোগান্তি ছাড়াই মানুষ নির্বিঘেœ যাতায়াত করতে পেরেছে। জেলা পুলিশসহ সকলের সহযোগিতায় এবার ঘাটে কোন যানজট ছিল না বললেই চলে। হাইওয়েতে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। সব মিলিয়ে ঘাটের পরিস্থিতি খুবই ভালো ছিল।
তিনি বলেন, কালুখালী উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম নজরদারীর মধ্যে রাখা হয়েছে। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা চাই কালুখালীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন হোক। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে সেই ধরণের নির্দেশনাই দেয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের পুরাতন লাল ভবনটির ব্যাপারে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যর সাথে আলাপ-আলোচনা করে যেটা ভালো হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবো। তার আগে ভবনটি ভাঙ্গার ব্যাপারে অগ্রসর হবো না। এসপি সাহেবকে বলবো পাঁচুরিয়ার ঘটনাটির ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য, কেউ যেন ছাড় না পায়। আমরা রাজবাড়ীতে ফেনীর নুসরাতের মতো ঘটনার পুনরাবৃত্তি চাই না। রাজবাড়ীতে র‌্যাবের ক্যাম্প করার বিষয়ে জায়গা খোঁজা হচ্ছে।
এছাড়াও তিনি রাজবাড়ী জেলায় বিগত এক মাসের অপরাধের খতিয়ান তুলে ধরেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম-সেবা বলেন, সকলের প্রচেষ্টায় এবারের ঈদে দৌলতদিয়া ঘাট দিয়ে নির্বিঘেœ পারাপার করা সম্ভব হয়েছে। পাঁচুরিয়ায় স্কুল ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনার সাথে জড়িত ২জন আসামীকে গ্রেফতার করেছি। যারা অপরাধ করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, কালুখালী উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সকলের আস্থা রাখা উচিত। কিছুদিন আগেও আমরা চমৎকারভাবে ৪টি উপজেলার নির্বাচন করেছি। সেখানে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। আমাদের উপর আস্থা রাখবেন। আগের উপজেলা নির্বাচনগুলোর মতো এবারের কালুখালী উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে। স্থানীয় সরকারের এই নির্বাচনটি শান্তিপূর্ণভাবে করার জন্য আমাদের যা যা করার তার সবই আমরা করবো। কারো কোন অভিযোগ থাকলে আমাদের কাছে লিখিতভাবে দিবেন। আমরা ব্যবস্থা নিব।
কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনের সুষ্ঠু কোন পরিবেশ নেই। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে আমার কর্মী-সমর্থকদের মারধর করছে ও ভয়-ভীতি দেখাচ্ছে। এলাকায় অপরিচিত লোকজন ঘুরাঘুরি করছে। বিষয়টি বার বার প্রশাসনকে অবহিত করা স্বত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
জেলা জাসদের(ইনু) আহমেদ নিজাম মন্টু বলেন, কিছুদিন আগে আমরা ঈদ করলাম। বর্ষার সিজনে বৃষ্টির পূর্বাভাস থাকা স্বত্ত্বেও ঈদের প্রধান জামাতে শুধু রোদ ঠেকানোর জন্য সামিয়ানা না টানিয়ে পানি ঠেকানোর জন্য ট্রিপল টানালে এমপি-ডিসিসহ আমরা মুসল্লীরা যারা ভিজলাম তারা ভিজতাম না। এ ব্যাপারে পৌর মেয়র কেন যেন এবারের ঈদে উদাসীন ছিলেন। শহীদ স্মৃতি চত্বর থেকে বড়পুল পর্যন্ত প্রতি বছর আলোকসজ্জা করা হলেও এবার তা করা হয়নি। রংও করা হয়নি। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরাতন ভবনটি রক্ষা করেও ১০ তলা ভবন করার জায়গা রয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারীর মধ্যেই সেই জায়গা রয়েছে। কাজেই আমাদের ঐতিহ্যের ভবনটি রক্ষা করা হোক। ঈদের নামাজ পড়তে গিয়ে দেখলাম আমার শৈশবের খেলার জায়গা রেলের মাঠে পাকা স্থাপনা ও ছোট ছোট ব্রিজ। এই বৃষ্টিবিঘিœত সময়ে ঐতিহ্যবাহী মাঠটি নষ্ট করে সেখানে কি করা হচ্ছে তা জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানতে চাচ্ছি। এর উত্তরে জেলা প্রশাসক তাকে জানান, সেখানে মেলা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো অনুমতি দেয়া হয়নি।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, ঈদে আমরা আলোকসজ্জা করেছিলাম। আবহাওয়া ভালো দেখে প্রধান ঈদের জামাতে ট্রিপল টানানো হয়নি। যাই হোক আগামী ঈদে এ ব্যাপারে খেয়াল রাখবো। কালুখালী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন সুষ্ঠু হোক-এটাই চাই।
অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যগণসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসহ মোট ৮টি সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!