॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা কর্মস্থলমুখী মানুষের ঢল রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে নামতে শুরু করেছে।
এ সকল যাত্রীদের বয়ে আনা গাড়ির চাপ বেড়ে যাওয়ায় গতকাল ৯ই জুন দুপুর থেকে নদীপারের অপেক্ষায় আটকা পড়ে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ শত শত বিভিন্ন গাড়ি। গতকাল রবিবার বিকেল পর্যন্ত ফেরী ঘাটের জিরো পয়েন্ট থেকে জাতীয় মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত সাড়ে ৩কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ লাইন।
দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, নদী পার হতে আসা যানবাহন কিছুক্ষণ অপেক্ষা করে ফেরীর নাগাল পেয়ে যায়।
অপরদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে যাত্রীদের ঢল নামে। লঞ্চঘাটের ওভারব্রীজ ও পন্টুনে পা ফেলার জায়গাও ছিল না।
এদিকে দুপুরের পর থেকে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাট এলাকায় গাড়ির সারি সৃষ্টি হতে দেখা যায়। সময় বাড়ার সাথে গাড়ির লাইন ফেরী ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে ৩কিলোমিটার মহাসড়কে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি তৈরী হয়। এরমধ্যে বেশিরভাগ ছিল যাত্রীবাহি বাস ও অন্যান্য জরুরী গাড়ি।
এছাড়াও গতকাল রবিবার থেকে পন্যবাহি গাড়ি আসতে শুরু করায় সময় বাড়ার সাথে পন্যবাহী গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে। অপরদিকে বিকল্প সড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে আছে ব্যক্তিগত প্রাইভেটকার ও মাইক্রোবাস। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়ছে যানবাহনের চাপ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, নৌরুটের ২০টি ফেরীর মধ্যে বর্তমানে ১৯টি ফেরী যানবাহন পারাপার করছে। গতকাল রবিবার থেকে বেলা দুইটা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে রেকর্ড সংখ্যক গাড়ি পার হয়েছে। যে কারণে যানবাহনগুলোকে সিরিয়াল লম্বা হলেও খুব বেশী সময় ফেরি নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে না।