বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফিরছে মানুষ দৌলতদিয়া ঘাটে ছোট গাড়ির চাপ বেশি

  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০১৯

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ পরিবারের সাথে ঈদ শেষে কর্মস্থলমুখি মানুষ রাজধানীর দিকে ছুটতে শুরু করেছে। গতকাল ৮ই জুন দুপুরের পর থেকে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে শত শত গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।
এরমধ্যে ছোট গাড়ি বেশি। ঘাটে গাড়ির চাপ কমাতে ছোট গাড়িগুলো দৌলতদিয়া ঘাট থেকে ৭কিলোমিটার আগেই গোয়ালন্দের পদ্মার মোড় হয়ে আরো প্রায় ৮কিলোমিটার ঘুরে ঘাটে পৌছতে হচ্ছে।
গতকাল শনিবার বিকেলে সরেজমিন দেখা যায়, ফেরী ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার জুড়ে পন্যবাহি গাড়ির সাথে অন্যান্য গাড়ি রয়েছে। দৌলতদিয়া ফেরী ঘাট বিকল্প সড়ক জুড়ে অসংখ্য ছোট বা ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। ঘাটে গাড়ির চাপ কমাতে আইন-শৃঙ্খলা বাহিনী দৌলতদিয়া ঘাটের প্রায় ৭কিলোমিটার আগেই গোয়ালন্দের পদ্মার মোড় থেকে পুলিশ ঘাটে সরাসরি গাড়ি যেতে বাধা দিচ্ছে। এসব গাড়ি গোয়ালন্দ বাজার হয়ে পূর্ব উজানচর শামসু মন্ডলের হাট হয়ে চর দৌলতদিয়া হামিদ মৃধার হাট দিয়ে দৌলতদিয়া ঘাট বাজার সংলগ্ন ফেরী ঘাট বিকল্প সড়কে গিয়ে উঠছে। এতে অন্তত ৮ থেকে ৯ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে ঘাটে পৌছতে হচ্ছে।
ঘুরে যাওয়া ছোট গাড়ি গ্রামাঞ্চলের সড়ক দিয়ে যাওয়ায় উল্টো পথ দিয়ে আসা অন্য গাড়ির কারণে মাঝে মধ্যে ছোট গাড়ির দীর্ঘ লাইন তৈরী হচ্ছে। এ ক্ষেত্রে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় ব্যক্তিগত গাড়ি থেকে লোকজন নেমে নিজেরাই ট্রাফিক সিগন্যাল ঠিক করে গাড়ি বের করে চলেছে। এক্ষেত্রে সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারীদের বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
একটি ব্যক্তিগত গাড়ি চালক রেজাউল ইসলাম বলেন, সরাসরি যেতে পারলে সহজেই ঘাটে পৌছতে পারতাম। এখন অতিরিক্ত পথ ঘুরে ঘাটে পৌছতে একদিকে যেমন সময় লাগছে বেশি, পাশাপাশি গ্রামাঞ্চলের সড়ক হওয়ায় ঝুকিও রয়েছে তেমন।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বর্তমানে ১১টি বড়, ছোট ৭টি এবং মাঝারি ২টি ফেরীসহ মোট ২০টি ফেরী চলাচল করছে। পর্যাপ্ত ফেরী থাকায় যানবাহন পারাপারে তেমন সমস্যা হচ্ছে না। ঈদের পর গতকাল শনিবার থেকে অতিরিক্ত ছোট গাড়ির চাপ পড়ায় বড় গাড়ি পার হতে কিছুটা সময় লাগছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, গতকাল শনিবার ভোর থেকে ছোট গাড়ির চাপ পড়ছে। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ঘন্টায় প্রায় দেড় হাজার বিভিন্ন ধরনের গাড়ি দৌলতদিয়া দিয়ে পার হয়েছে। বেলা ২টার পর থেকে বিলে সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা আরো অন্তত ৫০০ মতো ছোট বা ব্যক্তিগত গাড়ি পার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!