॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ গতকাল ৮ই জুন দুপুরে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নির্মল কুমার কুন্ডু সভাপতি ও দীপক কুমার কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুপুর ১২টার দিকে পৌর শহরের মাগুড়াডাঙ্গী শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম পর্বে বিদায়ী কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রদীপ্ত কুমার চক্রবর্তী কান্ত, স্বপন কুমার দাস, অরুন কুমার সরকার, চিত্ত রঞ্জন কুন্ডু, কার্তিক সাহা, সঞ্জীব কুন্ডু, রাম দাস দত্ত, অধ্যাপক আশীষ কুমার বর্ধন, অধ্যাপক দ্বীজেন্দ্রনাথ দাস, ভারতি রানী গোস্বামী, এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, সুব্রত কুমার দে, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, তেজেন্দ্রনাথ বিশ্বাস ও প্রণয় কুমার বাগী প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন নির্মল কুমার কুন্ডু। উপস্থাপনা করেন লিটন কুমার বিশ্বাস।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে নতুন কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত কুমার চক্রবর্তী কান্ত।
পাংশা পৌরসভাসহ ১০টি ইউনিয়ন থেকে সম্মেলনে অংশ নেওয়া ডেলিগেটদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডুকে সভাপতি এবং পাংশা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় ডেলিগেটদের সাথে সমন্বয় করে ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের কাছে পৌঁছানোর দিক নির্দেশনা প্রদান করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত কুমার চক্রবর্তী কান্ত।
সম্মেলনের শুরুতে পূজা উদযাপন পরিষদের প্রয়াত নেতাদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। বিদায়ী কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর বিগত চার বছরে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম ও সাফল্যের তথ্য তুলে ধরেন। নবনির্বাচিত সভাপতি নির্মল কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক দীপক কুমার কুন্ডু পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।