বুধবার, ২১ মে ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঈদ উৎসবে বাহাদুরপুর ঘাটে পদ্মা নদীর পাড়ে আবু হেনা পার্কে উপচে পড়া ভিড়

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০১৯

॥মোক্তার হোসেন॥ পানি উন্নয়ন বোর্ডের পদ্মা নদীর ভাঙনরোধে পাংশা উপজেলার বাহাদুরপুর ঘাটে নির্মিত বাঁধ এখন পাংশার অন্যতম দর্শণীয় স্থান।
ঈদ উৎসবে এই দর্শনীয় স্থানটি সকল শ্রেণি পেশার মানুষের পদচারণায় ধীরে ধীরে চিত্ত বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হচ্ছে। পরিচিত হয়ে উঠছে আবু হেনা পার্ক নামে।
ঈদ কিংবা যে কোনো উৎসবে শিশু-কিশোর, তরুণ-তরুণী বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় বাড়ছে। দল বেঁধে ঘুরাফেরার জন্য পদ্মার ঢেউ খেলানো বাতাস, আর চরের কাশবন এক অন্যরকম অনুভূতি জানান দিচ্ছে। এ কারণে এখানে পূর্ণাঙ্গ একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবীও জোড়ালো হচ্ছে। প্রয়োজন পদ্মা নদীর জলাধারের পাশে বিনোদনমূলক স্থাপনা নির্মাণসহ দর্শণীয় স্থানে পরিকল্পিত উন্নয়ন। ঘাট থেকে চর পর্যন্ত নদীতে সুদৃশ্যমান সেতু নির্মানসহ আধুনিকায়ন করা হলে পর্যটকদের নজর কারবে এ দর্শণীয় স্থানটি।
এমন অনুভূতি ও অভিমত ব্যক্ত করেন বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান পদ্মাপাড়ের মানুষ আব্দুল মান্নান খান।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত এবং এলাকার কৃতি সন্তান বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনার ঐকান্তিক প্রচেষ্টায় এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের মধ্যে নদী ভাঙন রোধে পদ্মার তীরে বাঁধ নির্মাণ অন্যতম। এই বাঁধ এখন আবু হেনা পার্ক নামে জনপ্রিয়তা পেয়েছে। চিত্ত বিনোদনের জন্য সর্বস্তরের মানুষের ভিড় দিন-দিন বাড়ছে। স্থানীয় পুলিশ নিরাপত্তার কাজ করছে। দর্শণীয় স্থানটি আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ পার্ক হিসেবে গড়ে তোলা এখন সময়ের বাদী বলে উল্লেখ করেন তিনি।
পদ্মাপাড়ের সৃজনশীল ব্যক্তি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনার ঐকান্তিক প্রচেষ্টায় পদ্মা নদীর সেনগ্রাম থেকে বকশীপুর পর্যন্ত ৫কিলোমিটার বাঁধ নির্মাণের ফলে বিস্তীর্ণ এলাকা নদী ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে। সর্বস্তরের মানুষের পদচারণায় বাহাদুরপুর ঘাটসহ বাঁধ এখন দর্শনীয় স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এরই মধ্যে গত দুই বছর উপজেলা পরিষদ থেকে আবু হেনা পার্ক নামে প্রথম বছর ৫ লাখ ও পরে ৩ লাখ মোট ৮ লাখ টাকার বরাদ্দ দিয়ে দুটি শেড ও ঘাটের রেলিং করা হয়েছে। সেখান থেকেই আবু হেনা পার্ক নামে এ দর্শর্ণীয় স্থানটি পরিচিত হয়ে উঠেছে।
এবারে ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোর, তরুণ-তরুণী, নানা বয়সের অসংখ্য লোক সমাগমের ফলে স্থানীয় পুলিশ শৃঙ্খলা রক্ষায় দিনে রাতে কাজ করছে। লোকজন চিত্ত বিনোদনে হাঁটাহাঁটিসহ নদীতে নৌকায় চড়ে আনন্দ উপভোগ করছেন। পদ্মা কফি হাউসসহ বেশ কয়েকটি দোকান বসেছে। বাহাদুরপুর ঘাট মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। পূর্ণাঙ্গ একটি বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সৈয়দ সাজেদুল ইসলাম জানান, ঈদের দিন থেকে বাহাদুরপুর ঘাট বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। সকল শ্রেণি পেশার মানুষের উপচে পড়া ভিড়। শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। তিনি পার্কের ব্যবস্থাপনা কমিটি গঠনের গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!