॥হেলাল মাহমুদ॥ অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার জয়’-এর উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত দেড় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৩রা জুন সকালে বরাট ইউনিয়নের পূর্ব উড়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রবাসী ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-পিপিএম-সেবা।
এ সময় রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, সংগঠনের সদস্য রুহুল আমিন গাজী বিপ্লব, আসজাদ হোসেন আরজু, স্মৃতি ইসলাম, শিমুল মোল্লা, রনক মোল্লা, ফরিদ মোল্লা, সাইদুর রহমান, শহীদুল ইসলাম, রহমত মোল্লা, স¤্রাট, শিপলু, আনোয়ার, হাকিম, রাহুল, সৈকত, নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়ো দুধ, লবণ ও সাবান। বরাট ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত ১৭০টি পরিবারের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।