॥স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন স্থানে কর্মরত রাজবাড়ী জেলার প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সংগঠন ‘রাজবাড়ী ডিস্ট্রিক্ট ক্লাস ওয়ান এন্ড ইকুভেলেন্ট অফিসার্স এসোসিয়েশন’-এর আয়োজনে গতকাল ৩রা জুন বিকালে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার পালকি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সদস্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাকলাইন, রাজবাড়ী পিটিআই’র ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম, শিক্ষানবীস সহকারী পুলিশ সুপার রাজন সাহা, ঢাকা কর অঞ্চল-৬ এর সহকারী কমিশনার মহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, ঢাকার লালমাটিয়া কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরা মোস্তফা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ এবং পেট্রোবাংলার ডিজিএম শফিকুল ইসলামসহ এসোসিয়েশনের ২৮জন সদস্য এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসোসিয়েশনের সদস্যরা জানান, তাদের সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ২টি প্রোগ্রাম থাকে পূর্ব নির্ধারিত। তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতরের পূর্বে ২৮শে রমজানে ইফতার মাহফিল এবং অপরটি হচ্ছে ঈদুল আযহার পরের দিন ঈদ পুনর্মিলনীর আয়োজন। এছাড়াও তারা তাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।