॥মোখলেছুর রহমান॥ আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গতকাল ২রা জুন সোনাপুর মোড়-বাজার, বোয়ালিয়া মোড় ও চাঁদপুর বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কালুখালী উপজেলায় ২য় বারের মত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
গণসংযোগকালে নূরে আলম সিদ্দিকী হক বলেন, গতবারের নির্বাচনে অল্প কিছু ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছিলাম। গতবারের থেকে এবার সাধারণ মানুষের মাঝে ব্যাপক জোয়ারের সৃষ্টি হয়েছে। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
উল্লেখ্য, নূরে আলম সিদ্দিকী হক গতবারের মতো এবারের নির্বাচনেও মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।