মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালী উপজেলা নির্বাচনের সুষ্ঠ কোন পরিবেশ নেই – আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী সাইফুল

  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ কালুখালীতে নির্বাচনের সুষ্ঠ কোন পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
গতকাল ৩১শে মে প্রতীক বরাদ্দের দিনই দুপুর ১টায় রাজবাড়ী শহরের পালকি চাইনিজে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণার শুরু থেকেই কতিপয় বিচ্ছিঙ্খল ব্যক্তি ও সমাজের চিহ্নিত খারাপ কিছু মানুষ আমাকে ন্যাক্কার জনকভাবে ঠকানোর জন্য তারা নানা রকম অশান্তিমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আমি নৌকা প্রতীক পাওয়ার আগেই আমার একজন কর্মী বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম মোল্লা তাকে হা-পা ভেঙে দেয়া হয়েছে। সে রাজবাড়ী হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসাধীন ছিল। তারপরও সে এখনো বেডে শুয়ে আছে।
গত ২৯শে মে দিবাগত রাতে আমার সমর্থনকারী অত্যন্ত জনপ্রিয় নেতা সাওরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চারবারের মেম্বার ও মৃগী বাজার কমিটির সেক্রেটারী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাকিবুল ইসলাম আকমলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে। অতি দুঃখের বিষয় এ সময় তার সাথে থাকা শিশু সন্তানকেও তারা মারপিট করেছে। আল্লাহর রহমত তারা জানে বেঁচে গেছে।
গত ৩০শে মে রাতে আমাদের মদাপুরের চেয়ারম্যান আবুল কালামের ধান চালের চাতালে গিয়ে সন্ত্রাসীরা তার ভ্যান ও অন্যান্য মালামাল ভাংচুর করেছে। এরুপ ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। এই অবস্থায় নির্বাচন করার পরিবেশ নাই। জেলা পরিষদের একজন সদস্য দুর্বৃত্ত নিয়ে প্রকাশ্যে নৌকার পক্ষের লোকজনকে হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং আমার প্রত্যেকটা নেতাকর্মীকে ভয় দেখাচ্ছে। আমি এই অবস্থার পরিত্রান চাই। প্রত্যেকটা ইউনিয়নেই দুর্বৃত্তরা নৌকা প্রতীকের নেতাকর্মীদের উপর তান্ডব চালাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এবং নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট যত প্রশাসন আছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন যাতে সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে হয়, আমরা যাতে ভোট চাইতে পারি এবং ভোটের দিন যাতে মানুষের উপস্থিতি থাকে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। এখানে যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ এবং প্রভাবমুক্ত নির্বাচন হয় তাহলে আমি অবশ্যই নির্বাচিত হবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!