॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের সদরপুর উপজেলার চরব্রাক্ষ্মনদী গ্রামে গতকাল ৩১শে মে সকালে নিজ বাড়ীর মলের ট্যাংকি পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে সৌদি ফেরত মিরাজ হাওলাদার(৪৫) তার বাড়ীর ১০/১৫ ফুটের একটি মলের ট্যাংকি পরিষ্কার করার জন্য ট্যাংকির ভিতরে প্রবেশ করে। এ সময় সে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে চিৎকার দিলে তার স্ত্রী চায়না বেগম তাকে উদ্ধার করতে গেলে সেও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ছেলে হৃদয় হাওলাদার(১৮) ট্যাংকির কাছে গিয়ে বাবা-মায়ের এই করুণ অবস্থা দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মিরাজ হাওলাদার প্রায় ৮বছর আগে সৌদি আরব যায় এবং আকামা’র মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানকার পুলিশের হাতে আটক হয়ে জেল খেটে ২মাস পূর্বে দেশে ফেরত আসে। তাদের একমাত্র ছেলে হৃদয় হাওলাদার ফরিদপুর ইয়াছিন কলেজে পড়ে।