॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড় ঘিকমলা গ্রামের ঘোষখালী খাল পাবসস লিমিটেডের কার্যালয়ে জাইকা’র অর্থায়নে এলজিইডি’র ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় সুবিধাভোগী মহিলা সদস্যদের দর্জি প্রশিক্ষণের সমাপনী এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই ও আয়রণ মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল ৩০শে মে দুপুরে বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্তের সভাপতিত্বে দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, বিশেষ অতিথি হিসেবে নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলজিইডির সহকারী প্রকৌশলী এস.এম সামিউল ইসলাম, ঘোষখালী খাল পাবসস লিমিটেডের সভাপতি আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ এই দর্জি প্রশিক্ষণকে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগী মহিলা সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী এলজিইডি’র সমাজ বিজ্ঞানী জামাল উদ্দিন।
বক্তব্য পর্বের শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে সেলাই ও আয়রণ মেশিন বিতরণ করা হয়। ঘোষখালী খাল পাবসস লিমিটেডের উপকারভোগী ২০জন মহিলা সদস্য এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।