॥স্টাফ রিপোর্টার॥ আজ ৩১শে মে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার মোট ২৬টি কেন্দ্রে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২১ হাজার ৯০৬জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে গতকাল ৩০শে মে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এই পরীক্ষা সংক্রান্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য পরীক্ষার পরীক্ষার্থীদের আবশ্যিকভাবে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ পরীক্ষার ব্যাপারে কারো সাথে কোন আর্থিক লেনদেন না করা এবং প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়াসহ প্রতারক চক্রের খপ্পরে না পড়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।
রাজবাড়ী জেলায় সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ॥পরীক্ষার্থী মোট ২১ হাজার ৯০৬ জন
