॥স্টাফ রিপোর্টার॥ আজ ৩১শে মে সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলার মোট ২৬টি কেন্দ্রে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২১ হাজার ৯০৬জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে গতকাল ৩০শে মে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এই পরীক্ষা সংক্রান্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিতব্য পরীক্ষার পরীক্ষার্থীদের আবশ্যিকভাবে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ পরীক্ষার ব্যাপারে কারো সাথে কোন আর্থিক লেনদেন না করা এবং প্রশ্নফাঁসের গুজবে কান না দেয়াসহ প্রতারক চক্রের খপ্পরে না পড়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।