॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক দু’টি সভা গতকাল ২৮শে মে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কমিটির প্রধান উপদেষ্টা রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো। তবে আসন্ন ঈদকে সামনে রেখে অপরাধ তৎপরতা বাড়তে পারে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ও বালু দস্যুদের কঠোর হস্তে দমন করতে হবে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি। ঈদযাত্রা নিরাপদ ও মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন সড়কে পুলিশের টহল কার্যক্রম জোরদারকরণের পরামর্শ দিয়ে থানা পুলিশকে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।
সভায় আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাস, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কলিমহর ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডল, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিল ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন্নাহার ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ গত একমাসে অবৈধ অস্ত্রগুলিসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী, গরুচোর, মাদক বিক্রেতাসহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত বেশ কিছু সংখ্যক ব্যক্তির গ্রেফতারের তথ্য উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার ও উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন্নাহারকে চরমপন্থীর পরিচয় দিয়ে মোবাইল ফোনে হুমকী প্রদর্শনসহ চাঁদাদাবীর ঘটনায় অপরাধীদের সনাক্তকরণসহ তাদের গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলছে বলে জানান অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ।
সেইসাথে সমন্বিত প্রচেষ্টায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণসহ ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সভায় আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।