॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গতকাল মঙ্গলবার সকালে ট্রলার থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শ্রমিক জিলাল মন্ডল(২৮) বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়ার জয়দার মন্ডলের ছেলে। নিখোঁজ শ্রমিকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ৬নম্বর ফেরী ঘাটের পূর্ব পাশ থেকে ৯/১০জন শ্রমিক মিলে একত্রে ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া নিয়ে কুশাটার উদ্দেশ্যে রওয়ানা করে। বাহির চর দৌলতদিয়ার মোকছেদ চালাকের রোপনকরা চিনা বাদাম তুলতে একত্রে শ্রমিক হিসেবে যাচ্ছিলেন। নদীর পাড় থেকে ট্রলারটি ছেড়ে কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনের গতি বাড়িয়ে দেওয়ার সাথে ঝাকি লাগলে জিলাল ট্রলার থেকে নদীতে পড়ে যায়। সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে আমরা সকলে সন্ধান করতে থাকি। কোন খোঁজ না পাওয়ায় স্থানীয় লোক মারফত গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দিলে তারা ডুবুরি দল দিয়ে নদীতে অনুসন্ধান চালাতে শুরু করে।
জিলালের বাড়ি গিয়ে দেখা যায়, নদীর দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে বসে আছেন বাবা জয়দার মন্ডল। তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় অনেকে। বাড়ির ভিতর থেকে কান্নার ভারি আওয়াজ ভেসে আসছিল। টিনের ছাপড়া ঘরের বারান্দায় বসে জোর গলায় কান্না করতে ছিলেন জিলালের বৃদ্ধা মা জেলেখা বেগম।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার অফিসার আব্দুর রহমান বলেন, আরিচা থেকে উদ্ধারকারী বোট ধলেশ^রী সহ চারজন ডুবুরি এনে নিখোঁজ শ্রমিক জিলালের সন্ধানে উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীর তলদেশে প্রচন্ড ¯্রােত থাকায় নিচের দিক থেকে ভাটির দিকে ভেসে যেতে পারে। তবে আমরা উদ্ধার হওয়ার আগ পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাব। এছাড়াও নৌ-পুলিশের সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই সংবাদ লেখার সময় পর্যন্ত নিখোঁজ জেলাল শেখের সন্ধান পাওয়া যায়নি।