॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে ‘মর্যাদা ও অধিকার, স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি সেবার অঙ্গীকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল ২৮শে মে বেলা সাড়ে ১১টায় সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু বক্তব্য রাখেন। দিবসটির উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোকারেমা মাঞ্জুরা।
এ সময় সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, হেলথ সুপারিনটেনডেন্ট নূরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার বলেন, সরকারী স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সকলেরই অধিকার রয়েছে। সেবা প্রদানকারী এবং সেবা গ্রহীতা দু’জনেরই সরকারী সেবা পাওয়ার ক্ষেত্রে সমান সম্পৃক্ততা থাকতে হবে। তবেই স্বাস্থ্য সেবা কার্যক্রম ফলপ্রসু হবে। যিনি স্বাস্থ্য সেবা প্রদান করবেন তাকে অবশ্যই সেবা গ্রহীতাদের সাথে ভালো আচরণ করতে হবে এবং প্রাইভেসী বজায় রাখতে হবে। বর্তমান সরকার প্রসুতি মায়েদের স্বাস্থ্য সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। সে বিষয়টি মাথায় রেখে আমরা যে যেভাবে মায়েদের স্বাস্থ্য সেবা প্রদান করছি তাদেরকে ঠিকমতো স্বাস্থ্য সেবা প্রদান করতে হবে। একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, বর্তমান সরকারের ভিশন- ২০৩০ এর এসডিজি বাস্তবায়নে যতগুলো ধাপ রয়েছে তার মধ্যে তৃতীয় ধাপে স্বাস্থ্য সেবার বিষয়টি উল্লেখযোগ্য। সুতরাং এসডিজি বাস্তবায়ন করতে হলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।