সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালী উপজেলা নির্বাচন সুষ্ঠ হলে আমি বিজয়ী হবে ঃ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হক

  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০১৯

॥শিহাবুর রহমান॥ আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে শতভাগ জয়ের আশা ব্যক্ত করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
গতকাল ২৮শে মে বিকেলে মৃগী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে লাড়িবাড়ী বাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে মাদক সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধ ও বিশেষ করে প্রতিহিংসার রাজনীতি এ উপজেলা থেকে বন্ধ করার চেষ্টা করবো। আমি বিশ^াস করি জননেত্রী শেখ হাসিনার যে ভিশন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পরিচালনা করছে সেটা যেন আরো শক্তিশালী হয় এবং সেই শক্তিশালী করার প্রয়াসে যা যা করার দরকার তা আমি জনগণকে সাথে নিয়ে করার চেষ্টা করবো। আমি বিশ^াস করি জনগণ অতীতেও আমার সাথে ছিল, বর্তমানেও আমার সাথে আছে এবং জনগণের যে জোয়ার আমি দেখছি তাতে শত বাধা বিঘœ আসুক না কেন আগামী ১৮ই জুন এই কালুখালী উপজেলাবাসী আমাকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে বেছে নিবে।
তিনি আরো বলেন, কালুখালী উপজেলা এটা নতুন সৃষ্ঠ উপজেলা। এ উপজেলায় অনেক অবকাঠামোর কাজ বাকী আছে। আমি যদি নির্বাচিত হই তাহলে পর্যায়ক্রমে সরকারের সকল স্তরের ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি এটাকে অতি দ্রুত ডিজিটাল ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। আমি আবারো পুনঃব্যক্ত করছি, আমি স্বতন্ত প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি আশা করেছিলাম আমি এই উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন পাবো। কারণ আমার শ্রম, ঘাম ও দলের পদ পদবী মূল্যায়ন করলে আমি অবশ্যই দলের মনোনয়ন পেতাম। যেহেতু দল আমাকে মনোনয়ন দেয় নাই সেহেতু এ উপজেলার শতকরা ৭০ ভাগ জনগণের জনসমর্থন নিয়ে আমি উপজেলা নির্বাচনে দাড়িয়েছি। আমার বিশ^াস জনগণ অতীতের শিক্ষা নিয়ে আগামীতে যত বড় বাধা বিঘœ আসুক না কেন তারা তাদের কাঙ্খিত ফল আগামী ১৮ই জুন বিজয় ছিনিয়ে আনবে বলে আমি বিশ^াস করি।
নূরে আলম সিদ্দিকী হক বলেন, আমি বিগত ৪টি উপজেলা পরিষদ নির্বাচন দেখেছি প্রশাসন যথেষ্ট সচেতন ছিল এবং প্রশাসন যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। আমার বিশ^াস এ নির্বাচনেও প্রশাসন নিরপেক্ষ থাকবে।
জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সকল সংস্থার প্রতি তিনি কালুখালী উপজেলায় অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!