বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ রাজবাড়ী জেলার শাখার শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল গতকাল ২৭মে বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সংগঠনের জেলা শাখার সভাপতি ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে সময় জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বককার খান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি মহসিন মৃধা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল মোল্লা, সানাউর রহমান জকি, আলমগীর শেখ আলম, সদর থানার সভাপতি রাকিবুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর শাখার সভাপতি মোহাম্মদ আলী খোকন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান জিলালসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। অনেকেই রোজা থাকে না, কিন্তু সবাইকে রোজা থাকার অভ্যাস করতে হবে। আমরা এখন এখানে ইফতার করছি। সামনের বছর এখানে ইফতার করতে পারবো কি না সেটা বলতে পারবো না। কার কখন মৃত্যু আছে কেউ কখনো বলতে পারবে না। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীদের দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে হবে। এখান থেকে তোমরা শপথ নিবা, আজ থেকে কোন অন্যায় কাজ করবে না। ভালো কাজ করার চেষ্টা করবে।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম দেওয়ান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!