॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়-দলের চেয়ে দেশ বড়। উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। দলের ভিতর কোন ভেদাভেদ রাখা যাবে না। এ জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী জুলাই মাসের মধ্যে সকল ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিসহ প্রত্যেকটি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করতে হবে। যারা দলের প্রাথমিক সদস্য হয়েছেন তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সাংগঠনিক দক্ষতা ও মেধাসম্পন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করতে হবে।
গতকাল ২৭শে মে দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, সহ-সভাপতি ভানু সোম, সাধারণ সম্পাদক সামছুল আলম সূফি, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন বাবু, এহছানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সনজিৎ রায়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।