॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা গতকাল ২৭শে মে সকালে জামালপুর ইউনিয়নের কোমরদিয়া ও গোবিন্দপুর গ্রামের কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান ক্রয় করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক নির্ধারিত ২৬ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা হয়।
এ ব্যাপারে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, কৃষকদের কথা ভেবে তাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে সরকার কর্তৃক নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ধান ক্রয় করছি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষকরা যেন তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হয় সে জন্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। কোন মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সে জন্য প্রকৃত কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান ক্রয় করছি।
কৃষক মীর ওহিদুজ্জামান বলেন, আমরা যখন ধানের ন্যায্য দাম থেকে বঞ্চিত ঠিক সেই মুহূর্তে ইউএনও স্যার কৃষকদের বাড়ী বাড়ীতে গিয়ে ধান কিনছেন। এ জন্য আমরা ইউএনও স্যারকে সাধুবাদ জানাই।
গোলাম রসুল রঞ্জু নামের আরেকজন কৃষক বলেন, এখন আমরা কিছুটা হলেও ধানের দাম পেলাম। প্রশাসন যদি উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে ধান ক্রয় করতো তা হলে আমাদের যাতায়াত ভাড়া বাঁচতো। আমরা উপকৃত হতাম।