রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৬শে মে বেলা ১২টায় তার বাসভবনের অফিসে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৩০ জনের মধ্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা বাবদ ১২ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব এবং কোষাধ্যক্ষ আজগর আলী উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।