॥মোক্তার হোসেন॥ আনন্দঘন পরিবেশে ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত ২১মে বিশ্ব এতিম দিবস-২০১৯ পালিত হয়েছে।
মোমবাতি প্রজ্জ্বলন ও সংস্থার সুবিধাভোগী শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিকার তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোছাঃ মাহবুবা আক্তার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার তৃপ্তি রাণী মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংস্থার সুবিধাভোগী মায়েদের মধ্যে মনোয়ারা বেগম ও শিক্ষার্থীদের মধ্যে হেদায়েত মন্ডল ও ঝর্ণা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসের সহকারী প্রোগ্রাম অফিসার সুমি বিশ্বাস।
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশ শিশু কল্যান বিভাগ রাজবাড়ী ফিল্ড অফিসের মাধ্যমে এতিম ও বিধবাদের কল্যানে সামাজিক কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করে এতিম শিশুদের ত্রৈমাসিক ভাতা প্রদান এবং বিধবাদের জন্য আয়বর্ধনমূলক প্রশিক্ষণ, সচেতনতামূলক সভা, কাজে হাসনা বা ধার, মাদারস রি-ইউনিয়ন, চিলড্রেন্স রি-ইউনিয়ন, চিলড্রেন্স ডে, ব্যাংক ওরিয়েন্টেশন প্রভৃতি সামাজিক ও জনকল্যানমূলক কর্মসূচির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের তথ্যচিত্র তুলে ধরা হয়। সেই সাথে বাল্যবিয়ে, নারী নির্যাতন, মাদক ও যৌতুক প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে এটিও অঞ্জলী রাণী প্রামানিক, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।