॥স্টাফ রিপোর্টার॥ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২২শে মে বিকালে শহরের কেনটন চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আইডিইবি’র সভাপতি মোঃ আঃ রাজ্জাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন মৃধার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে জেলা আইডিইবি’র সহ-সভাপতি মেহেদী মিল্লাত, শেখ মোঃ আজিমুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক নব কুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আইডিইবি’র লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম ও দাবী-দাওয়াসমূহ তুলে ধরেন এবং অধিকার আদায়ে সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও জেলা আইডিইবি’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মিয়া এই ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ফ্যাক্সযোগে প্রেরিত শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান।
আলোচনা পর্বের শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নূরুল আলম।