॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা পর্যায়ে কাব স্কাউটিং সম্প্রসারণে ৪দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপ শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২১শে মে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা স্কাউটসের সহকারী কমিশনার শচি নন্দন দাস প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউটস সদস্য এবং শিক্ষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে একই স্থানে জেলা পর্যায়ে কাব স্কাউটস সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।