॥তনু সিকদার সবুজ॥ ‘সরকারী অফিসমুখী হন, আপনার সেবা করার সুযোগ দিন’-শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার ব্যতিক্রমী উদ্যোগে সপ্তাহের প্রতি মঙ্গলবারের ‘সমন্বিত সেবা’ কার্যক্রম অব্যাহত রয়েছে।
গতকাল ২১শে মে সকাল ১০টা থেকে বালিয়াকান্দি উপজেলা পরিষদের মিলনায়তনে এই সাপ্তাহিক ‘সমন্বিত সেবা’ কার্যক্রম শুরু হয়, যা একটানা দুপুর ১টা পর্যন্ত চলে। এর মাধ্যমে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ একসাথে এক জায়গায় সকল সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলার সুযোগ পান এবং যে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান করা সম্ভব সেগুলো সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সমাধান করে দেন।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, আমরা জনগণের জন্য কাজ করি। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। তাই উপজেলার সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সপ্তাহের প্রতি মঙ্গলবার এই ‘সমন্বিত সেবা’ কার্যক্রম অব্যহত থাকবে।
তিনি আরও বলেন, এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের চিঠি দিয়ে যথাসময়ে উপস্থিত থাকা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, কৃষিসহ যেকোন ধরণের সরকারী সেবা গ্রহণের জন্য সবাইকে সমন্বিত সেবায় আসার জন্য আহ্বান জানাচ্ছি।