বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বাংলা টিভি’র তৃতীয় বর্ষে পদার্পণে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা

  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল ১৯শে মে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সফি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি এম.দেলোয়ার হোসেন ও বাংলা টিভির দর্শক ফোরামের আহ্বায়ক আবুল কালাম বক্তব্য রাখেন।
বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ শিহাবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মনিরুজ্জামান, জেলা কৃষক সমিতির সভাপতি সভাপতি আঃ ছাত্তার মন্ডল, জেলা সিপিবির সদস্য ধীরেন্দ্র নাথ দাস, যুবলীগ নেতা বাদল কুমার দে, দৈনিক যুগান্তরের প্রতিনিধি হেলাল মাহমুদ, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি শামীম রেজা, গাজী টিভির প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, মুভি বাংলা টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি কামরুল মিঠু, দৈনিক মাতৃকণ্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন ও বার্তা সংস্থা পিবিএ এর জেলা প্রতিনিধি চঞ্চল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থাপনা করেন ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ^াস।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!