॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৯শে মে সন্ধ্যায় রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকা থেকে ৪৪৫পিস ইয়াবাসহ বিক্রেতা রিয়াজ উদ্দিন (২৪)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের আঃ রাজ্জাক শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে রাজবাড়ী থানায় হস্তান্তরপূর্বক র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে রাজবাড়ী সদর থানা এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাজবাড়ী শহরের বিনোদপুরের একটি ওয়ার্কশপের সামনে ইয়াবা কেনাবেচার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে।