॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া কলেজের খলিল উদ্দিন মিয়া একাডেমিক ভবনে গতকাল ১৯শে মে সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)’র ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের(২য় পর্যায়) (জাইকা) প্রাণিসম্পদ, শাক-সবজি ও মৎস্যচাষ বিষয়ক আয়বৃদ্ধিমূলক কাজের দক্ষতাবৃদ্ধির ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার সকালে মাছপাড়া-লক্ষণদিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা।
তিনি বলেন, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে দরিদ্রতা হ্রাসকরণ। এলাকার মানুষের বর্তমান অবস্থা থেকে আরও ভালো অবস্থায় উন্নীত করা। এই প্রকল্প শুধুমাত্র নারীর অংশগ্রহণকেই গুরুত্ব দিচ্ছে না, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য পানি ব্যবস্থাপনা সমিতির সদস্য হওয়ার বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা আরও বলেন, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প প্রশিক্ষণ ও কর্মসূচির মাধ্যমে উপ-প্রকল্প এলাকার নারী-পুরুষ উভয়ের সচেতনতা বৃদ্ধি, নারীর অধিকার, নারীর ভূমিকা ও নারীর প্রতি প্রচলিত মানসিকতার পরিবর্তন, দক্ষতা উন্নয়ন ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে জড়িত হয়ে স্বাবলম্বী হওয়া এবং জীবনযাত্রার মানোন্নয়ন তথা আর্থ-সামাজিক ও মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে কাজ করা। প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান কাজে লাগানোর গুরুত্বারোপ করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে এলজিইডি রাজবাড়ীর সহকারী প্রকৌশলী এসএম সামিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আল আমিন হোসেন, সমাজবিজ্ঞানী মোঃ জামাল উদ্দিন, এলজিইডি পাংশার সিও মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন ও মাছপাড়া-লক্ষণদিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোন্তাজ উদ্দিন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন। মাছপাড়া-লক্ষণদিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ১৫জন পুরুষ ও ১৫জন মহিলা মোট ৩০জন উপকারভোগী সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণে অংশ নেয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আগামী ২২শে মে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।