শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে র‌্যালী-আলোচনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭

॥রঘুনন্দন সিকাদর॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা”-এই শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ৮ই মার্চ সকাল ১১টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ এহিয়াতুজ্জামান এবং উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী বাসন্তী স্যান্যাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী শামীমা বেগম বীণা। আলোচনা শেষে ১৩জন ভিক্ষুককে ২০০ টাকা করে সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!