॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে মাদক বিরোধী একটি রেইডিং টিম গতকাল ১৮ই মে দুপুরে শহরের হোসনাবাদ (শ্রীপুর) এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ২শত পিস ইয়াবাসহ বিক্রেতা আক্তারুজ্জামান ওরফে আক্তার (৪০)কে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার জামাল হোসেনের ছেলে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আক্তারুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আক্তার দীর্ঘদিন যাবৎ এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।