॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল থেকে পুলিশের হাতে আটকের পর ৫জন ছিনতাইকারীকে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত হলো ঃ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়ার ইসলাম প্রামানিকের ছেলে জীবন প্রামানিক(২৮), কাশেম সরদারের ছেলে রমজান সরদার(২৫), ইমান খাঁর পাড়ার কাশেম আলী খানের ছেলে ইলিয়াছ খান(২৩), জলিল সরদার পাড়ার ইউনুছ সরদারের ছেলে রেজাউল সরদার(১৮) এবং সাহাজদ্দিন বেপারী পাড়ার জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা(২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, সাজাপ্রাপ্তরা গতকাল ১৭ই মে ভোর ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া লোকাল বাস কাউন্টারের পাশে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করছিল। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। পরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ দন্ড বিধি-১৮৬০ এর ৩৫৬ ধারায় প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এরপর তাদেরকে রাজবাড়ী জেলা কারগারে পাঠানো হয়।