সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সেনাবাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধ জাদুঘরে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল হস্তান্তর

  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক গতকাল ৫ই মার্চ আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের নিকট ১৯৭১ সালে সংঘঠিত বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল হস্তান্তর করেন।
উক্ত মডেলটি জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ হতে গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর,এমপি।
আগারগাঁও এ নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরকে সমৃদ্ধ করার জন্য গত ২৫শে জুলাই-২০১৬ তারিখে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেল তৈরীর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চায়। উক্ত প্রস্তাবনার উপর ভিত্তি করে এই মডেলটি তৈরি করা হয়েছে। এই মডেল তৈরি করার জন্য সঠিক তথ্য সংগ্রহ করতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বই এবং মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের সাথে সমন¡য় করে বিলোনিয়া যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তৈরি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব জনবল ও সরঞ্জামাদি ব্যবহার করে গত ১০ই ডিসেম্বর ২০১৬ তারিখে বিলোনিয়া যুদ্ধের স্যান্ড মডেলটি তৈরির কাজ সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার(পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!