রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৯ই মে সকাল ১০টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা কর্ণধার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।