॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৯ই মে পাংশা পৌরসভার মৈশালা এলাকায় তাপস কুমার পালের ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ২৫০ মণ ভেজাল গুড়সহ এই গুড় তৈরীতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক রং, হাইড্রোজ ও ফিটকিরি জব্দ করে ধ্বংস এবং কারখানার মালিক তাপস কুমার পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ৫০ কেজি ওজনের ৫ বস্তা চিনি এবং বড় আকারের ৪ হাড়ি ভালো গুড় স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। এই অভিযানের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।