॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে বাজার অভিযান টিম গতকাল ৭ই মে দুপুরে সদর উপজেলা খানখানাপুরে প্রাণ আরএফএল কোম্পানীর অলটাইম ব্র্যান্ডের কেক ও ব্রেডের ডিপোতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অলটাইম ফ্যামিলি কেক-এ উৎপাদনের তারিখ না দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫০ হাজার টাকা এবং অলটাইম ব্রেড-এ অগ্রীম উৎপাদনের তারিখ(৮ই মে) দেওয়ার অপরাধে একই আইনের ৪৩, ৪৪ ও ৪৫ ধারায় ৩লক্ষ টাকাসহ মোট সাড়ে ৩লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ৬ হাজার ৭৭৬ প্যাকেট ব্রেড(পাউরুটি) জব্দ করে বিভিন্ন এতিমখানায় প্রদান করা হয়।
অপরদিকে খানখানাপুরের চরধোপাখালী মকবুলের দোকান এলাকায় আফজালের ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর টেক্সটাইল রং, ফিটকিরি ও হাইড্রোজ মিশিয়ে ভেজাল গুড় তৈরীর অপরাধে কারখানার মালিক আফজালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় ১০ হাজার কেজি গুড় ধ্বংস করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।