বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আলাদীপুরের আগে ঝিনাইদহ থেকে টাকা হাতিয়ে নেয় একই প্রতারক চক্র॥টাকা লেনদেন হয় রয়েল টাচ্ হোটেলে

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মে, ২০১৯

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারে সৌরভ ফার্নিচারের মালিক রাজু আহম্মেদের কাছ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশীদারের প্রলোভন দেখিয়ে সাড়ে ৩লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতারকৃত আবুল কাশেম ওরফে একে আজাদ ও মাসুদ শেখের বিরুদ্ধে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
প্রতারক চক্র ফার্নিচার ব্যবসায়ী রাজু আহম্মেদের কাছ থেকে প্রতারণার আগে ঝিনাইদহ জেলার এক চাল ব্যবসায়ীর কাছ থেকে একই কায়দায় সাড়ে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়।
গতকাল ৬ই মে প্রতারণার শিকার ওই ব্যবসায়ী শাহিন আলম লিটন রাজবাড়ী থানায় মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আরো প্রতারণার অভিযোগ বেরিয়ে আসে।
শাহিন আলম লিটন অভিযোগ করেন, ঝিনাইদহ জেলা সদরের হাট গোপালপুর বাজারে বন্ধু এগ্রো ফুড নামক তার একটি চাউলের মিল রয়েছে। গত ২৮শে জানুয়ারী দুপুরে প্রতারক চক্র তার মিলে গিয়ে সরকারী ডিলার শীপ ব্যবসার মালিক ও প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। তারা ডিলারশীপ ব্যবসার জন্য ওই মিল থেকে বিভিন্ন প্রকারের চাউল ক্রয় করার আশ^াসসহ সরকারী চাউলের ডিও বিক্রি করবে বলে তাদের ফরিদপুরের অফিসের ঠিকানা দিয়ে মৌখিক চুক্তি করে চলে আসে। এরপর থেকে প্রতারক চক্র মোবাইলে তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখাতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৫ই ফেব্রুয়ারী প্রতারক চক্র তাকে মোবাইলে জানায় ১০০টন সরকারী চাউলের ডিও বিক্রি করা হবে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দ্রুত আমাদের ফরিদপুরের অফিসে এসে যোগাযোগ করেন। এ ঘটনার পর সে সরল বিশ^াসে ব্যবসায়িক লাভের আশায় তাদের কথায় রাজী হয়ে গত ২৬শে ফেব্রুয়ারী দুপুরের ফরিদপুরের আলীপুর খা পাড়া প্রাইমারী স্কুলের সামনে ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলায় তাদের সাথে কথাবার্তা বলেন। সেখানে প্রতারক চক্র তাকে একটি সরকারী চাউলের ডিও দেখায় এবং তাকে রাজবাড়ী অফিস দেখানোর জন্য তাদের নিজস্ব গাড়ীতে রাজবাড়ী শহরের রয়েল টাচ্ হোটেলে নিয়ে আসে। সেখানে আগেই থেকে প্রতারক চক্রের ৮/১০জন সদস্য অবস্থানরত ছিলো। তারা সবাই রাজবাড়ী অফিস পরিচালনার প্রতিনিধি বলে পরিচয় দেয়। পরে তারা সবাই রয়েল টাচ্ হোটেলে দুপুরের খাবার খায় এবং ১০০টন সরকারী চাউলের ডিও সাড়ে ৫টাকা কমিশনের শর্তে তার কাছে বিক্রির সিদ্ধান্ত হয়। এ সময় তারা বায়না স্বরুপ তার কাছে ১লক্ষ টাকা দাবী করলে তিনি ওই সময়ে তাদেরকে ৫০হাজার টাকা প্রদান করে ঝিনাইদহ চলে যান। পরবর্তীতে তারা তার সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এরপর তিনি বাকী টাকা যোগার করে গত ১২ই মার্চ ডিও নেয়ার জন্য ৫লক্ষ টাকা সাথে নিয়ে রাজবাড়ী শহরের রয়েল টাচ্ হোটেলে আসেন এবং তার কাছ থেকে প্রতারক চক্রের প্রধান আবুল কাশেম ওরফে আজাদ ওরফে বাবুল হাজী ওরফে একে আজাদসহ অন্যান্যরা টাকা নিয়ে পরদিন ডিও দিবে বলে চলে যায়। এ ঘটনার পর প্রতারক চক্র প্রত্যেকেই তাদের মোবাইল নম্বর বন্ধ করে দেয়।
এ ঘটনায় শাহিন আলম লিটন বাদী হয়ে রাজবাড়ী থানায় গতকাল ৬ই মে ৮জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরো ২/৩জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-১৩। ধারাঃ ৪০৬/৪২০ পেনাল কোর্ড।
মামলরা আসামীরা হলো ঃ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মৃত দৌলত মিয়ার ছেলে আবুল কাশেম ওরফে আজাদ ওরফে বাবুল হাজী ওরফে একে আজাদ(৬৭), ফরিদপুর নগরকান্দা উপজেলার আইনপুর গ্রামের মৃত সেকেন শেখের ছেলে মাসুদ ওরফে সাইফুল শেখ(৩৫), চাঁদ খন্দকারের ছেলে কবির খন্দকার(৫০), সিদ্দিক শেখের ছেলে পিকুল খন্দকার(৩৫), রতন মাতব্বরের ছেলে হাবিবুর রহমান হবি(৪০), ভাঙা উপজেলার হামিরদী গ্রামের মৃত আসলামের ছেলে সাজ্জাদ হোসেন(২২), নারায়নগঞ্জর জেলার ফরিদ হোসেন(৪৫) ও যশোর জেলার জামান হোসেন (৬০)।
উল্লেখ্য, গত ১৫ই এপ্রিল দুপুরে একই প্রতারক চক্র আলাদীপুর বাজারে সৌরভ ফার্নিচারের মালিক রাজু আহম্মেদের কাছ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশীদারের প্রলোভন দেখিয়ে সাড়ে ৩লাখ টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় গত ১লা মে প্রতারণার শিকার রাজু আহম্মেদ বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত ৮/১০জনকে আসামী করে রাজবাড়ী থানায় ৪০৬/৪২০ পেনাল কোর্ডে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে গত ২রা মে মজলিসপুর এলাকা থেকে আবুল কাশেম ওরফে একে আজাদ ও মাসুদ শেখকে গ্রেফতার করে পুলিশ। তবে অন্যান্য প্রতারক চক্রের সদস্যরা এখনো গ্রেফতার হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!