॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিল থেকে অতিরিক্ত ৪% কর্তণের প্রতিবাদসহ ৬দফা দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষকরা।
গতকাল ৫ই মে বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, সাধারণ সম্পাদক আবু মুসা আশয়ারী, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদার উল্লাহ, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ মুমিন, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আঃ কাদির ও কালুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসরপ্রাপ্ত সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাষ্টের শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের অনুরোধ করা হয়। সেই সাথে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে ভাতা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালু ও সকল বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের আবেদন করা হয়।
এ ছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন প্রদান ও অনার্স মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের এমপিও ভূক্ত করার অনুরোধ করা হয়। সাথে সম্মানজনক বাড়ীভাড়া, উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদানের দাবী করা হয়।