॥স্টাফ রিপোর্টার॥ অব্যাহত নারী ও শিশু ধর্ষণ, যৌন নিপীড়ন, নির্যাতন বন্ধ এবং বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল ৫ই মে বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালিত হয়।
এতে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী দীপ্তি সিকদার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাবেক সভানেত্রী এডঃ দেবাহুতি চক্রবতী, সাধারণ সম্পাদক ডাঃ পূর্নিমা দত্ত, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, এডঃ নাজমা সুলতানা, এডঃ রহিমা খাতুন ও শিক্ষক আঞ্জুমান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ অব্যাহত নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন বন্ধ ও দ্রুত বিচারের দাবী জানান।